ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আল-আকসার প্রবেশ পথে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ২১:২৩, ১ এপ্রিল ২০২৩
আল-আকসার প্রবেশ পথে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের প্রবেশপথে এক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় ফিলিস্তিনে আরও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার নিহত ওই ব্যক্তি ২৬ বছর বয়সী মোহাম্মদ খালেদ আল-ওসাইবি। তিনি দক্ষিণ ইসরায়েলের বেদুইন আরব গ্রাম হুরার বাসিন্দা। 

ফিলিস্তিনিরা জানিয়েছে, ইসরায়েলি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের একটি প্রবেশ পথে মধ্যরাতে এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আল-আকসা প্রাঙ্গণে যাওয়ার পথে একজন নারীকে হয়রানি করছিল ইসলায়েলি পুলিশ। এসময় খালেদ ইসরায়েলি পুলিশকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত ইসরায়েলি পুলিশ খালেদকে কমপক্ষে ১০ বার গুলি করে।

ইসরায়েলি পুলিশ অভিযোগ করেছে, খালেদ এক পুলিশ সদস্যের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল।

খালেদ হত্যাকাণ্ডের পর ইসরায়েলি পুলিশ আল-আকসায় তাদের সদস্য সংখ্যা বাড়িয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়