ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রিগোজিনের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২১ জুলাই ২০২৩   আপডেট: ১৬:৫২, ২১ জুলাই ২০২৩
প্রিগোজিনের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও বেসরকারি ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান প্রধান উইলিয়াম বার্নস এ তথ্য জানিয়েছেন।

এক মাস আগে প্রিগোজিন রাশিয়ায় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন তিনি। প্রথমে বেলারুশে থাকলেও পরে প্রিগোজিন রাশিয়ায় ফিরে যান। তবে তিনি কোথায় আছেন এবং কী অবস্থায় আছেন তা এখনও অজানা।

আরো পড়ুন:

সিআইএ প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, এই বিদ্রোহ পুতিনের ক্ষমতার ব্যবস্থায় উল্লেখযোগ্য দুর্বলতা প্রকাশ করেছে। তাই পুতিন এখনও হয়তো প্রিগোজিনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান।

আসপেন নিরাপত্তা ফোরামের বৈঠকে বার্নস বলেন, ‘আমরা যা দেখছি তা হচ্ছে, জটিল নৃত্য।’

সিআইএ প্রধানের দাবি, পুতিন সম্ভবত সময় নেওয়ার চেষ্টা করছেন। কারণ তিনি ওয়াগনার গ্রুপের নেতার সাথে কীভাবে সর্বোত্তমভাবে মোকাবিলা করবেন তা নিয়ে কাজ করছেন। আফ্রিকা, লিবিয়া ও সিরিয়ার মতো জায়গায় রাশিয়ার নেতৃত্বের জন্য এই ভাড়াটে গোষ্ঠীটির এখনও মূল্য রয়েছে এবং তাই সম্ভবত পুতিন গ্রুপটিকে তার নেতা থেকে আলাদা করার চেষ্টা করবেন। পুতিন সঠিক প্রতিশোধটির জন্য অপেক্ষা করছেন।

বার্নস বলেন, ‘পুতিন এমন একজন যিনি সাধারণত মনে করেন প্রতিশোধ হচ্ছে এমন খাবার যেটি সবচেয়ে ঠাণ্ডা করে ভালোভাবে পরিবেশন করতে হয়। আমার অভিজ্ঞতায়, পুতিন হল প্রতিদানের চূড়ান্ত ব্যক্তি, তাই আমি অবাক হব যদি প্রিগোজিন আরও প্রতিশোধের হাত থেকে পালাতে সক্ষম হয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়