ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনার আরেক তরঙ্গের সম্মুখীন হচ্ছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ৬ অক্টোবর ২০২৩  
করোনার আরেক তরঙ্গের সম্মুখীন হচ্ছে সিঙ্গাপুর

করোনাভাইরাসে সংক্রমণের আরেকটি তরঙ্গের সম্মুখীন হচ্ছে সিঙ্গাপুর। আগামী সপ্তাহগুলোতে দেশটির আরও বেশি লোক সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং শুক্রবার এই সতর্কবার্তা দিয়েছেন।

ওং ইয়ে কুং জানিয়েছেন, দৈনিক সংক্রমণ তিন সপ্তাহ আগে ছিল প্রায় এক হাজার। গত দুই সপ্তাহে তা বেড়ে দুই হাজার হয়েছে। তবে, সরকার এটিকে ‘স্থানীয় রোগ’ হিসাবে বিবেচনা করবে।

আরো পড়ুন:

সাম্প্রতিক এই সংক্রমণের বেশিরভাগই করোনার দুটি ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে-ইজি.৫ এবং  সাব-ভ্যারিয়েন্ট এইচকে.৩ । এরা ওমিক্রনের এক্সবিবি ভ্যারিয়েন্টের বংশধর।

অং ইয়ে কুং চ্যানেল নিউজ এশিয়াকে বলেছেন, ‘একসাথে, তারা এখন আমাদের দৈনন্দিন সংক্রমণের ৭৫ শতাংশেরও বেশি।’

তিনি জানিয়েছেন, মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ঘটে যাওয়া শেষ তরঙ্গের মতো কোনও সামাজিক বিধিনিষেধ আরোপের কোনও পরিকল্পনা নেই। এপ্রিলের সর্বোচ্চ সময়ে, সংক্রমণের সংখ্যা দিনে প্রায় চার হাজার ছিল।

অং বলেন, ‘আমরা এটিকে একটি স্থানীয় রোগ হিসাবে বিবেচনা করব, যা আমাদের কৌশলের সাথে সঙ্গতিপূর্ণ এবং আমরা এটির সাথে বাঁচব।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়