ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেন যুদ্ধের নির্দেশনা অমান্যকারী সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৭ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:১৮, ২৭ অক্টোবর ২০২৩
ইউক্রেন যুদ্ধের নির্দেশনা অমান্যকারী সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া

ইউক্রেনের সাথে যুদ্ধ সংক্রান্ত নির্দেশ মানছে না এমন সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে যে, রাশিয়ার সামরিক বাহিনী আসলে এমন সেনাদের হত্যা করছে যারা আদেশ মানতে অস্বীকার করছে। আমাদের কাছে এমন তথ্যও আছে যে, রাশিয়ার কমান্ডাররা ইউক্রেনের আর্টিলারি হামলা থেকে পিছু হটতে চাইলে পুরো সেনা ইউনিটকে হত্যা করার হুমকি দিচ্ছে।’

আরো পড়ুন:

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাসের প্রতিনিধিরা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, রাশিয়ার বাহিনী ভারী ক্ষয়ক্ষতিকে উপেক্ষা করে পূর্ব ইউক্রেনের শহর আভদিভকা দখলের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

জন কিরবি জানিয়েছেন, রাশিয়ার সংগঠিত বাহিনী কম প্রশিক্ষিত, কম সজ্জিত এবং যুদ্ধের জন্য অপ্রস্তুত ছিল। সামরিক বাহিনী দুর্বল প্রশিক্ষিত সেনাদের যুদ্ধে নিক্ষেপ করে ‘মানব ঢেউ কৌশল’ ব্যবহার করছে। সেনাদের মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি বর্বর।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়