ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নয়া দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৪৩, ৩ নভেম্বর ২০২৩
নয়া দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে

ভারতের রাজধানী নয়াদিল্লি শুক্রবার বায়ু দূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে বেড়েছে। পরিস্থিতির কারণে রাজধানীর কিছু স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউএয়ারের করা তালিকায় শুক্রবার নয়া দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে আছে। তালিকায় দিল্লির একিউআই ৬১১ বলে নির্ধারণ করা হয়েছে, যা ‘বিপজ্জনক’ শ্রেণিতে পড়েছে।   

আরো পড়ুন:

দিল্লির কয়েকটি পর্যবেক্ষণ স্টেশনে একিউআই (বাতাসের মান সূচক) ৪৮০ এর আশপাশে ছিল। এদিন নগরীর বায়ু ঘন ধূসর রঙের হয়ে উঠে। পরিস্থিতি ‘খুব খারাপ’ বলে জানিয়ে দেয় আবহাওয়া দফতর। বাসিন্দারা চোখ জ্বালা ও গলা চুলকাচ্ছে বলে অভিযোগ করেছেন। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ প্রাথমিক স্কুলগুলো শুক্র ও শনিবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ওই অঞ্চলের অধিকাংশ নির্মাণ কাজও স্থগিত রাখা হয়েছে। 

বাতাসের মান সূচক শূন্য থেকে ৫০ পর্যন্ত ভাল বলে বিবেচিত হয়। মান যখন ৪০০ থেকে ৫০০ এর মধ্যে চলে আসে তখন বাতাস সুস্থ ব্যক্তিদের প্রভাবিত করে এবং রোগে আক্রান্তদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়