ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

বেশি সন্তান নেওয়ার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২১:১২, ৬ ডিসেম্বর ২০২৩
বেশি সন্তান নেওয়ার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন কিম জং উন

উত্তর কোরিয়ার নারীদের বেশি সন্তান নেওয়ার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। তিনি দেশের ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলার আহ্বান জানিয়েছেন এবং নারীদের আরও সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে তাকে নিচে তাকিয়ে চোখের পানি মুছতে দেখা গেছে। এসময় শ্রোতাদের মধ্যেও অনেককে চোখের পানি ফেলতে দেখা গেছে।

রোববার পিয়ংইয়ংয়ে মায়েদের জন্য আয়োজিত অনুষ্ঠানে কিম জং উন বলেছেন, ‘জন্মহার হ্রাস রোধ করা এবং ভাল শিশু যত্ন নেওয়া আমাদের মায়েদের সাথে কাজ করার সময় আমাদের গৃহস্থালির দায়িত্বগুলোর মধ্যে একটি।’

জাতীয় শক্তিকে শক্তিশালী করার জন্য মায়েদের ভূমিকার জন্যও তিনি ধন্যবাদ জানান।

উন বলেন, ‘যখন আমার দল ও রাষ্ট্রের কাজ নিয়ে কঠিন সময় পার করার সময়েও আমি মায়েদের কথা ভাবি।’ 

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের ধারণা, ২০২৩ সালের হিসাবে উর্বরতার হার বা একজন নারীর জন্ম দেওয়া সন্তানের গড় সংখ্যা উত্তর কোরিয়ায় ১ দশমিক ৮ -এ দাঁড়িয়েছে। বিগত বছরগুলোতেও এই হার নিম্নমুখী ছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়