ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপানে ভাল্লুকের হামলা মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তা চাইলেন গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:১৭, ২৮ অক্টোবর ২০২৫
জাপানে ভাল্লুকের হামলা মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তা চাইলেন গভর্নর

জাপানে ভাল্লুকের ক্রমবর্ধমান হামলার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন উত্তরাঞ্চলীয় আকিতা প্রদেশের গভর্নর কেন্তা সুজুকি।

তিনি মঙ্গলবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় সরকারের প্রতি এই আহ্বান জানান, ঘটনাটিকে তিনি বর্ণনা করেছেন একটি সত্যিই বিপর্যয়কর পরিস্থিতি হিসেবে।

আরো পড়ুন:

পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, চলতি বছরে এখন পর্যন্ত ১০ জন মানুষ ভাল্লুকের আক্রমণে প্রাণ হারিয়েছেন, যা জাপানের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ ছয়জন নিহত হয়েছিলেন।

বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং খাদ্যের সংকট ভাল্লুকদের ক্রমশ শহরাঞ্চলে প্রবেশে বাধ্য করছে।

গভর্নর কেন্তা সুজুকি জাপানের প্রতিরক্ষামন্ত্রীকে বলেন যে, “আমাদের নাগরিকদের জীবন সেনাবাহিনীর সহায়তা ছাড়া রক্ষা করা সম্ভব নয়।” 

তিনি বলেন, “ঘাড় এবং মুখ লক্ষ্য করে হামলা অত্যন্ত সাধারণ ঘটনা। যা সত্যিই মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে।”

সুজুকি উল্লেখ করেন যে, ভাল্লুক এখন কেবল পাহাড়ে নয়, শহরের এলাকায়ও দেখা যাচ্ছে।

তিনি আরো বলেন, “সব নাগরিকের দৈনন্দিন জীবন মারাত্নক ভাবে ব্যাহত হচ্ছে।”

নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি প্রতিক্রিয়ায় বলেছেন, সরকার নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য ‘সর্বোচ্চ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব কিছু ব্যবহার করা হবে।

তিনি জানান, সরকার শিকারি প্রশিক্ষণ, ভাল্লুকের সংখ্যা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আরও পদক্ষেপ নেবে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়