ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:৫৯, ১১ ডিসেম্বর ২০২৩
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের

ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়। 

ইসরায়েলের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং জাতিসংঘে মস্কোর দূতদের নেওয়া ‘ইসরায়েল-বিরোধী অবস্থান’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

আরো পড়ুন:

শুক্রবার রাশিয়া গাজা যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এতে ভেটো দিয়েছিল। 

ইসরায়েলি বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের সাথে কথা বলার সময় নেতানিয়াহু ইরানের সাথে রাশিয়ার ‘বিপজ্জনক’ সহযোগিতা ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন। তবে পুতিন তাতে ‘জোরালো অস্বীকৃতি’ জানিয়েছেন।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমাতে এবং সংঘাত কমাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘ভ্লাদিমির পুতিন সব ধরনের সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান ও নিন্দা করার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়