ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

আসামে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৫৬, ১৭ জানুয়ারি ২০২৪
আসামে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

আসামের দারাংয়ে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৫।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এএনআই।

খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। এর ফলে উৎপত্তিস্থলের কাছাকাছি বেশকিছু এলাকায় মাঝারি কম্পন অনুভূত হয়।

তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়