ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৫৩, ২২ জানুয়ারি ২০২৪
চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন

চীনের পার্বত্য প্রদেশ ইউনানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে অন্তত ৪৭ জন মানুষ চাপা পড়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এ ঘটনার পর বিপদের আশঙ্কায় পাঁচ শতাধিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ঝেনসিয়ং কাউন্টিতে স্থানীয় সময় ভোর ৫:৫১ মিনিটে ভূমিধসের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত অনুসারে মনে করা হচ্ছে, ১৮টি পরিবারের ৪৭ জন লোক চাপা পড়েছে। এছাড়াও এই অঞ্চল থেকে ২০০ জনেরও বেশি মানুষকে জরুরিভাবে সরিয়ে নেয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে চীনের চার ধাপের দুর্যোগ ত্রাণ সতর্কবার্তার মধ্যে তৃতীয় ধাপের সতর্কবার্তা জারি করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে ২০০ জনের বেশি উদ্ধারকর্মী এবং কয়েক ডজন ফায়ার ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম সহকারে উদ্ধার অভিযান শুরু করেছে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা ধসে পড়া ভবনগুলোর মধ্যে কাজ করছেন। তাপমাত্রা শূন্যের নিচে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়