ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের ওপর হামলা: আমেরিকানদের শান্ত হতে বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ০৯:৫২, ১৫ জুলাই ২০২৪
ট্রাম্পের ওপর হামলা: আমেরিকানদের শান্ত হতে বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যে শনিবার রিপাবলিকান দলে থেকে প্রেসিডেন্ট পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক সহিংসা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আমেরিকানদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। 

সোমবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘এ দেশে রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। আমাদের অবস্থান যত শক্তিশালী হোক না কেন। আমাদের কখনোই সহিংসতায় জড়ানো উচিত হবে না।’

বাইডেন বলেন, ‘আমেরিকায় আমরা ব্যালট বাক্স দিয়ে পার্থক্য গড়ি। বুলেট দিয়ে নয়।’

তিনি বলেন, ‘আমেরিকা পরিবর্তন করার ক্ষমতা সর্বদা জনগণের হাতে থাকা উচিত। হত্যাকারীদের হাতে নয়।’ এ সময় মার্কিন প্রেসিডেন্ট আমেরিকানদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা এই সহিংসতাকে স্বাভাবিক ভাবতে পারি না। এ দেশে রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে।’

গত শনিবার নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এ হামলায় ডান কানে গুলি লাগে তার। এ ঘটনায় চাপে পড়েছে বাইডেন প্রশাসন।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়