ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯/১১  হামলায় আটক ৩ জনের শাস্তি হ্রাসের চুক্তি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৩ আগস্ট ২০২৪  
৯/১১  হামলায় আটক ৩ জনের শাস্তি হ্রাসের চুক্তি বাতিল

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনায় আটক তিন সন্দেহভাজনকে দোষ স্বীকারের বদৌলতে মৃত্যুদণ্ডের শাস্তি এড়ানোর জন্য যে চুক্তি করা হয়েছিল তা বাতিল করেছে বাইডেন প্রশাসন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই চুক্তি বাতিল করেছেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায় সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদা। এই হামলার পরিকল্পনাকারী হিসাবে আখ্যা দেওয়া হয় খালিদ শেখ মহম্মদকে। খালিদের সঙ্গেই ধরা পড়েন তার দুই সহযোগী। তারা সবাই গুয়ান্তানামো বে কারাগারেই এখনও বিচারহীন অবস্থায় আটক আছেন। যুক্তরাষ্ট্র সরকার এখনও তাদের বিরুদ্ধে অভিযোগই গঠন করতে পারেনি।

চলতি সপ্তাহে খবর বের হয়, দোষ কবুল করলে এই তিন জন মৃত্যুদণ্ড এড়াতে পারবেন। এই শর্তে তাদের সঙ্গে চুক্তি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই হামলায় নিহতদের পরিজন ক্ষোভ জানাতে থাকেন। বাইডেন প্রশাসনকে আক্রমণ করেন রিপাবলিকানরাও। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়ে দেন, ওই তিন জনের সঙ্গে যে চুক্তি করা হয়েছিল তা তিনি বাতিল করেছেন।

পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে অস্টিন বলেন, ‘গত ৩১ জুলাই প্রাকবিচার পর্বে যে তিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আমি তা প্রত্যাহার করছি।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়