ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

শেখ হাসিনা কোনো দেশের কাছে আশ্রয় চাননি: জয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৩, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ০৩:৩০, ৭ আগস্ট ২০২৪
শেখ হাসিনা কোনো দেশের কাছে আশ্রয় চাননি: জয়

ছাত্র-জনতার চরম আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এরপর থেকে এখন পর্যন্ত দিল্লিতে রয়েছেন। 

এদিকে শেখ হাসিনা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় চেয়েছেন বলে যে খবর রটেছে, তা পুরোপুরি গুজব বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছেন বলে যে জল্পনা ছড়িয়েছে, সেগুলো পুরোপুরি ভিত্তিহীন।’ 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) এখন পর্যন্ত কোথাও আশ্রয় চাননি। তাই (আশ্রয় দেওয়ার আবেদনে) যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য সাড়া দিচ্ছে না বলে যে খবর ছড়িয়েছে, সেটা সত্যি নয়।’

রাজনীতি থেকে অবসর নিয়ে শেখ হাসিনা পরিবারের সাথে সময় কাটানোর পরিকল্পনা করছেন উল্লেখ করে জয় বলেন, ‘এখন পরিবারের (সদস্যরা) একসঙ্গে সময় কাটাতে চান। তবে তা কোথায় এবং কিভাবে তা এখনও ঠিক করা হয়নি। আমি ওয়াশিংটনে আছি। আমার খালা লন্ডনে থাকেন। আমার বোন দিল্লিতে থাকেন। তো আমরা ঠিক জানি না। মা হয়তো এই জায়গাগুলোর মধ্যে যাতায়াত করবেন।’

গত সোমবার জয় জানিয়েছিলেন যে, শেখ হাসিনা রাজনীতি ছেড়ে দেবেন। মঙ্গলবার রাতে এনডিটিভিকে তা পুনর্ব্যক্ত করে জয় বলেন, ‘এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে আমার মা (শেখ হাসিনা) অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি (মা) আমাকে বলেছিলেন যে এটিই তার শেষ মেয়াদ হতে চলেছে, তার এখন ৭৭ বছর বয়স।’

জয় আরও যোগ করেন, ‘যুক্তরাষ্ট্র বা অন্য দেশের সাথে এরকম (শেখ হাসিনার ভিসা নিয়ে) কোনো আলোচনা করা হয়নি।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা গত সোমবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছেন। ভারত সরকার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। তবে শেখ হাসিনা কতদিন দিল্লিতে থাকবেন সে ব্যাপারে ভারত সরকার এখনও কিছু জানায়নি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর চূড়ান্ত গন্তব্য নিয়ে নানা জল্পনা চলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এমনকি ফিনল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের নাম উঠে এসেছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়