ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৫৩, ৭ আগস্ট ২০২৪
সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের

ফাইল ছবি

ছাত্র, রাজনৈতিক দলের কর্মী এবং অরাজনৈতিক ব্যক্তিদের শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

ড.ইউনূস বলেছেন, ‘যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে সম্ভব করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন এবং জনগণকে তাদের সম্পূর্ণ সমর্থন দিয়েছেন আমি সেসব সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই। আসুন আমরা আমাদের নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার করি। আসুন আমরা আমাদের ভুলের কারণে এই অর্জনকে পিছলে যেতে না দেই। আমি সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। দয়া করে সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকুন। আমি সব ছাত্র, সব রাজনৈতিক দলের সদস্য এবং অরাজনৈতিক ব্যক্তিদের শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সুন্দর দেশের বিপুল সম্ভাবনা রয়েছে। আমাদের অবশ্যই একে রক্ষা করতে হবে এবং আমাদের জন্য ও ভবিষ্যত প্রজন্মের জন্য একে সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের তরুণরা একটি নতুন বিশ্ব তৈরিতে এই নেতৃত্ব দিতে প্রস্তুত। আসুন আমরা কোনো অহেতুক সহিংসতার মধ্যে গিয়ে এই সুযোগকে হাতছাড়া না করি। সহিংসতা আমাদের শত্রু। দয়া করে আরও শত্রু তৈরি করবেন না। শান্ত হন, দেশ গড়ার জন্য প্রস্তুত হন। সহিংসতার পথ ধরলে সব ধ্বংস হয়ে যাবে। দয়া করে শান্ত থাকুন। আপনার চারপাশের লোকদের শান্ত থাকতে সাহায্য করুন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়