ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭ দিনের রাষ্ট্রীয় শোক, শনিবার শেষকৃত্য মনমোহনের

কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৩৮, ২৭ ডিসেম্বর ২০২৪
৭ দিনের রাষ্ট্রীয় শোক, শনিবার শেষকৃত্য মনমোহনের

প্রয়াত মনমোহন সিংয়ের বাসভবনে নরেন্দ্র মোদি ও অমিত শাহ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার রাতে মারা গেছেন।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে তার বাসভবনে পৌঁছান নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

আরো পড়ুন:

শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও বাসভবনে মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে পৌঁছান। উপস্থিত ছিলেন কংগ্রেস শীর্ষ নেতারা।

৯২ বছর বয়সে মৃত্যুবরণ করা মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা
শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় দিল্লির শক্তি স্থলের কাছে সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে আনুষ্ঠানিক ২১ বার বন্দুকের স্যালুটসহ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। তার লাশ জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হবে এবং তার শেষ যাত্রায় সামরিক ব্যান্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যরা একটি ঐতিহ্যবাহী পদযাত্রার সঙ্গী হবেন।

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং


ভারতে ৭ দিনের শোক ঘোষণা
মনোমহন সিংহের মৃত্যুতে ভারতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারত সরকার ঘোষণা করেছে, তার প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসাবে ১ জানুয়ারি পর্যন্ত শোক পালন করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হবে।

এদিকে, সাবেক সরকারপ্রধানের মৃত্যুতে শুক্রবারের সরকারি সব কর্মসূচি বাতিল করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদন মতে, জাতীয় শোক পালনের অংশ হিসেবে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আর শোকের দিনগুলোতে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে না।

কংগ্রেস আগামী ৭ দিনের জন্য প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ দলের সব কর্মসূচি বাতিল করেছে। এ সময়ে দলীয় পতাকাও অর্ধনমিত থাকবে। মনোমহন সিংহের কফিন রাখা হয়েছে দিল্লির মতিলাল নেহরু মার্গে তার বাড়িতে। সেখানে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

ঢাকা/সুচরিতা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়