ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন নাগরিককে মুক্তি দিলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২০ মার্চ ২০২৫  
মার্কিন নাগরিককে মুক্তি দিলো তালেবান

দুই বছরেরও বেশি সময় আগে আফগানিস্তান ভ্রমণের সময় অপহৃত এক মার্কিন ব্যক্তিকে মুক্তি দিয়েছে তালেবান। ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলার এবং কাতারি আলোচকদের মধ্যস্থতায় একটি চুক্তির আলোকে ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।

আটলান্টার এয়ারলাইন মেকানিক জর্জ গ্লেজম্যান হলেন জানুয়ারি থেকে তালেবানের মুক্তি দেওয়া তৃতীয় আমেরিকান বন্দি। ২০২২ সালের ডিসেম্বরে তালেবানের গোয়েন্দা সংস্থা তাকে আটক করে এবং পরের বছর মার্কিন সরকার তাকে ভুলভাবে আটক হিসেবে বলে দাবি করে।

ট্রাম্প প্রশাসনের জন্য জিম্মি সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করা বোহলার তাকে কাতারের রাজধানী দোহা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে গেছেন। কাতার বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে আলোচনার আয়োজন করে আসছে।

গ্লেজম্যানের মুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ‘স্বাভাবিকীকরণের’ অংশ বলে জানিয়েছে তালেবান। 

২০২১ সালে আফগানিস্তান থেকে সেনাদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত বেশিরভাগ দেশ তালেবানের শাসনকে স্বীকৃতি দেয়নি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়