ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২০ মে ২০২৫   আপডেট: ১৯:৪২, ২০ মে ২০২৫
ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ানুম মারসুস এবং মারকা-ই-হক নামে পরিচিত সংঘাতে নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

এপ্রিল মাসে পহেলগাম হামলার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর ৭ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। ৭ মে রাতে নয়াদিল্লি পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ধারাবাহিক বিমান হামলা চালায়। ওই রাতেই ইসলামাবাদ পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান বিমান ভূপাতিত করে প্রতিক্রিয়া জানায়। ভারতের পাঠানো ড্রোন আটকানো এবং একে অপরের বিমান ঘাঁটিতে পরস্পরের বিরুদ্ধে আক্রমণের পর ১০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছায়। 

ফিল্ড মার্শাল পদমর্যাদা ব্রিটিশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতার উপর তৈরি করা সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা। এর আগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল মোহাম্মদ আইয়ুব খান এই পদমর্যাদা পেয়েছিলেন।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর বলেছে, “মারকা-ই-হক ও অপারেশন বুনিয়ানুম মারসুসের সময় উচ্চ কৌশল এবং সাহসী নেতৃত্বের ভিত্তিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করা ও শত্রুকে পরাজিত করার জন্য পাকিস্তান সরকার জেনারেল সৈয়দ আসিম মুনিরকে (নিশান-ই-ইমতিয়াজ মিলিটারি) ফিল্ড মার্শাল পদে পদোন্নতির অনুমোদন দিয়েছে।”

বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান মুনির “অনুকরণীয় সাহস ও দৃঢ়তার সাথে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ কৌশল ও প্রচেষ্টাকে ব্যাপকভাবে সমন্বয় করেছিলেন।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়