ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে তীব্র ঝড়ে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২৫ মে ২০২৫   আপডেট: ০৯:৫৪, ২৫ মে ২০২৫
পাকিস্তানে তীব্র ঝড়ে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৯২ জন। শনিবার (২৪ মে) দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আনাদোলুর। 

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাঞ্জাবের বিভিন্ন স্থানে ‘জরাজীর্ণ বাড়ি ধসে পড়া ও অনিরাপদ স্থানে থাকার কারণে’ ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

আরো পড়ুন:

রাষ্ট্রীয় পাকিস্তান টেলিভিশনের মতে, তীব্র বাতাসের কারণে স্থানীয় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিক নিহত এবং আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ১৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে পিডিএমএ। 

শুক্রবারের শুরুতে, পিডিএমএ পাঞ্জাবের বিভিন্ন স্থানে তীব্র বাতাস, ধুলো ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে সতর্কতা জারি করেছিল।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়