দিল্লিতে হাসিনার সঙ্গে জয়
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মায়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপনের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়া জয় দিল্লিতে গিয়েছেন। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেদেশের রাজধানী দিল্লির একটি সেফহাউসে অবস্থান করছেন।
আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, “হাসিনার ছেলে মূলত মায়ের সাথে ঈদ উদযাপন করার জন্য ভারতে এসেছেন। গত বছরের আগস্টে ভারতে আসার পর তিনিই প্রথম অতিথি যিনি তার মায়ের সাথে দেখা করেছেন।”
নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের জবাব এখনো পর্যন্ত দেয়নি ভারত। হাসিনার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিক্ষোভকারীদের উপর পুলিশি দমন-পীড়নের নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনাকে অভিযুক্ত করেছে।
ঢাকা/শাহেদ