ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪২ আরোহীর মধ্যে এক জন বেঁচে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ১২ জুন ২০২৫   আপডেট: ২২:৫৩, ১২ জুন ২০২৫
২৪২ আরোহীর মধ্যে এক জন বেঁচে গেলেন

ঘটনাটিকে রীতিমতো অলৌকিকই বলতে হবে। কারণ ঘণ্টাখানেক আগেই ভারতের আহমেদাবাদে পুলিশ কমিশনার জানিয়েছিলেন, বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের কোনো আরোহী বেঁচে নেই। আর ঘণ্টাখানেক পরে সেই কমিশনারই জানালেন ২৪২ আরোহীর মধ্যে মাত্র এক জন বেঁচে গেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এআই-১৭১ বিমানটি। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমানটি চিকিৎসকদের হোস্টেলে বিধ্বস্ত হয়।

আরো পড়ুন:

পুলিশ কমিশনার জি.এস. মালিক জানিয়েছেন, বিমানের এক জন যাত্রী জীবিত বলে জানা গেছে। তিনি  ১১-এ আসনের যাত্রী ছিলেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়