প্যারিস এয়ার শো-তে ইসরায়েলি অস্ত্র নির্মাতারা নিষিদ্ধ
আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েল অ্যারোস্পেস, রাফায়েল ও এলবিট সিস্টেমসসহ মোট পাঁচটি ইসরায়েলি প্রতিষ্ঠানের স্ট্যান্ড অর্থাৎ প্রদর্শন গ্যালারির চারপাশে বড় কালো দেয়াল তুলে ঘিরে ফেলা হয়েছে।
প্যারিস এয়ার শো-এর আয়োজকরা ইসরায়েলের বেশ কয়েকটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের স্ট্যান্ডে প্রবেশ নিষিদ্ধ করেছে, কারণ তারা আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শন করছিল।
আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েল অ্যারোস্পেস, রাফায়েল ও এলবিট সিস্টেমসসহ মোট পাঁচটি ইসরায়েলি প্রতিষ্ঠানের স্ট্যান্ড অর্থাৎ প্রদর্শন গ্যালারির চারপাশে বড় কালো দেয়াল তুলে ঘিরে ফেলা হয়েছে।
সোমবার (১৬ জুন) আলজাজিরা লিখেছে, “আয়োজকরা বলছেন প্রদর্শিত অস্ত্রগুলো এয়ার শো-এর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিষ্ঠানগুলোর অনেকেই ইসরায়েলি সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করে, বিশেষ করে উন্নত ড্রোন প্রযুক্তির মতো অস্ত্র, যেগুলো গাজায় ব্যবহৃত হয়।”
রাফায়েলের একজন নির্বাহী, যার স্ট্যান্ড অর্থাৎ প্রদর্শনী গ্যালারি পুরোপুরি কালো বোর্ড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, তিনি এই ঘটনায় ‘ভীষণ বিস্ময়' প্রকাশ করেছেন। কারণ, এ বিষয়ে আগে থেকে কোনো ধরনের নোটিশই দেওয়া হয়নি। যে কারণে তিনি স্পষ্টতই ক্ষুব্ধ।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ইসরায়েলি কোম্পানিগুলোর বিরুদ্ধে ‘বৈষম্যমূলক আচরণ’ বলে বর্ণনা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “এই চরম ও নজিরবিহীন সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্য রয়েছে এবং এটি অপমানজনক।”
ঢাকা/রাসেল