সরাসরি: যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর পরিণতি অপেক্ষা করছে: খাতাম আল-আনবিয়া

ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আনবিয়া’ ইউনিট হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী অভিযান ও গুরুতর পরিণতি অপেক্ষা করছে; কারণ তারা ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে।
ইরানি সংবাদ সংস্থাগুলো এক অজ্ঞাতনামা মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পক্ষ থেকে একটি অপরাধমূলক কাজ করার অভিযোগে অভিযুক্ত করেছেন, যা স্পষ্টভাবে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে দাবি করেন।
তিনি আরো বলেন, “এই বৈরী কাজটি মরিয়া হয়ে পড়া জায়নবাদী শাসন ব্যবস্থাকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে করা হয়েছে।”
এই মার্কিন হামলা কেবল ‘ইরানের বৈধ এবং বহুবিধ লক্ষ্যবস্তুর পরিসরকে’ আরো বিস্তৃত করেছে বলেও তিনি মন্তব্য করেন।
খাতাম আল-আনবিয়া হলো ইরানের সামরিক বাহিনীর একটি বিশেষ ইউনিট, যা সরাসরি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীনে পরিচালিত হয় এবং বিপ্লবী রক্ষাবাহিনী থেকে (আইআরজিসি) থেকে পৃথকভাবে কাজ করে।
ঢাকা/রাসেল