সরাসরি: আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের চিন্তা করছে ইরান

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার কথা চিন্তা করছে ইরান।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইরানের সংসদ এ সংক্রান্ত একটি বিল বিবেচনা করছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, “আমরা এমন কিছু বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখতে চাই, যা এই আন্তর্জাতিক সংস্থার পেশাদার আচরণের প্রতিফলন ঘটাবে।”
তিনি আরও বলেন, “তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। বিশ্ব স্পষ্টভাবে দেখেছে, আইএইএ তার কোনো দায়িত্বই যথাযথভাবে পালন করেনি এবং এটি এখন একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।”
এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও সংস্থাটির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। তিনি বলেন, “আইএইএর পক্ষপাতদুষ্ট প্রতিবেদনগুলো ইসরায়েলের হামলার অজুহাত হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এভাবে সংস্থাটি চলমান সংকটে সহায়তা করেছে।”
ঢাকা/ইভা