ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: ইরানকে পাল্টা হামলা না করার হুঁশিয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২৩ জুন ২০২৫   আপডেট: ২০:৫৪, ২৩ জুন ২০২৫
ইরানকে পাল্টা হামলা না করার হুঁশিয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি নিশ্চিত করেছেন, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কড়া বার্তা দিয়েছেন।

সোমবার (২৩ জুন) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানকে এই হুঁশিয়ারি দিয়েছেন ল্যামি।  

আরো পড়ুন:

সাক্ষাৎকারে ল্যামি বলেছেন, “আমি ইরানকে স্পষ্টভাবে বলেছি, যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালানো কিংবা হরমুজ প্রণালি অবরোধ করা হবে এক ভয়াবহ ভুল।”

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে যুক্তরাজ্য নিজেকে দূরে রাখার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল বলেছেন, এই সামরিক অভিযানে যুক্তরাজ্যের কোনো ভূমিকা নেই এবং তিনি সংঘাত আরো বেড়ে যাওয়া ঠেকানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়েছে েইরানে হামলায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। তবে এই হামলায় অংশ নেয়নি যুক্তরাজ্য এবং ইউরোপের কোন দেশ। তবে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে থামাতে সক্রিয় কোনো ভূমিকাও নেয়নি। 

 

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়