ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৫ জুন ২০২৫   আপডেট: ১১:৫৮, ২৫ জুন ২০২৫
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত তিন ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত একটি ইরানি সংবাদমাধ্যম আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

মিজান নিউজের তথ্যানুসারে, বুধবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ার কারাগারে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তুরস্কের সীমান্তের কাছে উরমিয়ার অবস্থান।

প্রতিবেদনে বলা হয়, ওই তিনজনের নাম ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ রসুল। তারা হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে ইরানের ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার করা হয় এবং বিচারে দোষী প্রমাণিত হন।

আরো পড়ুন:

এর আগে, গত রবিবার ও সোমবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় গুপ্তচরবৃত্তির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সাত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচারকাজ শেষ করার ঘোষণা দিয়েছে তেহরান।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়