আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতে ইরানের পার্লামেন্টে বিল পাস

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)’-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে।
নতুন এই পরিকল্পনার আওতায়, এখন থেকে আইএইএ’র পরিদর্শকরা ইরানে প্রবেশ করতে পারবেন কেবলমাত্র যদি তারা দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ-এর স্পষ্ট অনুমোদন পান এবং সংস্থাটি ইরানের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়।
মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্টে বিলটির পক্ষে মোট ২২১ জন সদস্য ভোট দিয়েছেন। বিপক্ষে কোনো ভোট পড়েনি। একজন ভোটদানে বিরত ছিলেন।
এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আবারো বেড়েছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আইএইএর নজরদারি কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক উদ্বেগ আরো বাড়তে পারে।
আইএইইর সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদনে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়, তবে রিপোর্টটিকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে ইরান।
ইরানের অভিযোগ, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হলেও, আইএইএ এই সত্যটি গোপন করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘একতরফাভাবে পশ্চিমা শক্তির পক্ষাবলম্বন করছেন’।
পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার সময় ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগে গ্রোসির বিরুদ্ধে কিছুদিন আগে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান।
ঢাকা/ফিরোজ