ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২৬ জুন ২০২৫   আপডেট: ১২:২৩, ২৬ জুন ২০২৫
চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির মাত্র দুই দিন পর চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। চীনের কিংডাও শহরে অনুষ্ঠেয় আঞ্চলিক নিরাপত্তা ফোরামে অংশ নিতে গেছেন তিনি।

দুই দিনের এ ফোরামটি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আওতায় আয়োজিত হচ্ছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন এই ফোরামের আয়োজক। খবর বিবিসির।

আরো পড়ুন:

বৈঠকে এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নিচ্ছেন। এ ব্লকে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান ও বেলারুশ অন্তর্ভুক্ত। ইরানের প্রতিরক্ষামন্ত্রী এই বৈঠকের পাশাপাশি চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন বলে জানা গেছে। 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভির সহযোগী প্রকাশনা ‘ইউয়ুয়ানতানতিয়ান’ নাসিরজাদেহর চীন পৌঁছানোর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, প্রতিরক্ষামন্ত্রীকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

এই সফরটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠছে। সাম্প্রতিক ইসরায়েলি হামলার সময় ইরান কীভাবে মাত্র প্রথম ঘণ্টাতেই আকাশ প্রতিরক্ষার নিয়ন্ত্রণ হারাল- তা নিয়ে দেশটির অভ্যন্তরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

নিরাপত্তা ফোরামে নাসিরজাদেহর অংশগ্রহণকে ইরান-চীন ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়