টেক্সাসে বন্যায় ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় ১৫ শিশুসহ মারা গেছে ৫১ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। রাজ্যটির কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি কের কাউন্টি। সেখানে ৪৩ জন মারা গেছেন। গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত একটি ক্রিশ্চিয়ান ইয়ুথ ক্যাম্প থেকে ২৭ জন শিশু নিখোঁজ হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা বলেন, “প্রত্যেককে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান আছে এবং চলবে।”
ট্র্যাভিস কাউন্টি এবং টম গ্রিন কাউন্টিসহ টেক্সাস রাজ্যের অন্যান্য অংশেও মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এদিকে, শনিবার সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, “উদ্ধার অভিযান আরো জোরদার করতে তিনি একটি দুর্যোগ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। নিখোঁজ ব্যক্তিদের অবস্থান খুঁজে পেতে বিরামহীন কাজ করে যাবেন।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তার প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
ঢাকা/মাসুদ