ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় রুটি-পানির জন্য মৃত্যু মেনে নেওয়া যায় না: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২২ জুলাই ২০২৫   আপডেট: ২০:৪২, ২২ জুলাই ২০২৫
গাজায় রুটি-পানির জন্য মৃত্যু মেনে নেওয়া যায় না: এরদোয়ান

এক টুকরা রুটি কিংবা এক চুমুক পানির জন্য ফিলিস্তিনিদের মৃত্যু মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। খবর আনাদোলু এজিন্সির।

মঙ্গলবার (২২ জুলাই) ইস্তাম্বুলে এক ভাষণে তিনি জানান, গাজায় খাদ্য ও পানির অভাবে প্রতিদিন বহু নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। ইসরায়েলের সামরিক অভিযানে এই মানবিক বিপর্যয় চলছে।

আরো পড়ুন:

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “সেখানে এক টুকরা রুটি বা এক চুমুক পানির অভাবে প্রতিদিন কয়েক ডজন নিরীহ মানুষ মারা যায়। ন্যূনতম মানবিক মর্যাদাসম্পন্ন কেউই এ নিষ্ঠুরতা মেনে নিতে পারে না।”

এরদোয়ান এমন সময়ে এ বক্তব্য দিলেন, যখন ইসরায়েল জাতিসংঘের সংস্থাগুলো ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দেওয়াসহ বেশ কিছু দাবির মুখোমুখি হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস বলেছেন, “খাদ্য বিতরণ স্থানে ইসরায়েলি বাহিনীকে মানুষ হত্যা বন্ধ করতে হবে।” 

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, “ইসরায়েলের কিছু পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েল-সৃষ্টি দুর্ভিক্ষ বেড়েছে। আজ মঙ্গলবার ক্ষুধা ও অপুষ্টির কারণে চার শিশুসহ কমপক্ষে ১৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজার দেইর আল-বালাহ এলাকায় সংস্থার প্রধান গুদাম এবং কর্মীদের বাসভবনে হামলা চালিয়েছে। সোমবার এ হামলা চালানো হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়