ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিন-ট্রাম্পের বৈঠকের আগেই ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলা জোরদার

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১২ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৪৪, ১২ আগস্ট ২০২৫
পুতিন-ট্রাম্পের বৈঠকের আগেই ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলা জোরদার

রাশিয়ান বাহিনী ইউক্রেনের কয়লা খনির শহর ডোব্রোপিলিয়ার কাছে হঠাৎ আক্রমণ চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তুতির সময় কিয়েভের উপর জমি ছেড়ে দেওয়ার চাপ বাড়ানোর এটি প্রচেষ্টা হতে পারে বলে মঙ্গলবার রয়টার্স জানিয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের ডিপস্টেট যুদ্ধ মানচিত্রে দেখানো হয়েছে যে রাশিয়ান বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে দুটি প্রান্তে কমপক্ষে ১০ কিলোমিটার (ছয় মাইল) উত্তরে অগ্রসর হয়েছে। এটি ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের অভিযানের অংশ।

রাশিয়ানরা ইউক্রেনীয় শহর কোস্টিয়ানটিনিভকা এবং পোকরোভস্কের সাথে সম্পর্কিত ফ্রন্টলাইনের একটি অংশে তিনটি গ্রামের কাছে এগিয়ে গেছে, যা মস্কো কিয়েভের জনবলের অভাবকে কাজে লাগিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অগ্রগতি সম্পর্কে সংবাদ প্রকাশকারী ডিপস্টেট বলেছে, “পরিস্থিতি বেশ বিশৃঙ্খল, কারণ শত্রুরা প্রতিরক্ষায় ফাঁক খুঁজে পেয়ে আরো গভীরে অনুপ্রবেশ করছে, দ্রুত আরো এগিয়ে যাওয়ার জন্য বাহিনী একত্রিত করার চেষ্টা করছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আলাস্কায় বৈঠকে ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। অসমর্থিত সংবাদ সূত্র জানিয়েছে, পুতিন ট্রাম্পকে বলেছেন যে তিনি চান ইউক্রেন ডোনেটস্ক অঞ্চলের সেই অংশ হস্তান্তর করুক যা রাশিয়ার নিয়ন্ত্রণে নেই।

সর্বশেষ

পাঠকপ্রিয়