ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি ক্ষমতায় থাকাকালীন তাইওয়ানকে আক্রমণ করবে না চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ১০:২৫, ১৬ আগস্ট ২০২৫
আমি ক্ষমতায় থাকাকালীন তাইওয়ানকে আক্রমণ করবে না চীন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে বলেছেন যে, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না।

স্থানীয় সময় শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। 

আরো পড়ুন:

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, “চীন ও তাইওয়ানের সম্পর্ক খুবই উত্তেজনাপূর্ণ। কিন্তু আমি বিশ্বাস করি, যতক্ষণ আমি ক্ষমতায় আছি এমন কোনো ঘটনা ঘটবে না। দেখা যাক...।” 

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “তিনি (চীনের প্রেসিডেন্ট) আমাকে বলেছিলেন, ‘আপনি যতক্ষণ প্রেসিডেন্ট থাকবেন ততক্ষণ আমি এটি কখনও করব না। প্রেসিডেন্ট শি আমাকে এটি বলেছিলেন এবং আমি বলেছিলাম, ‘ঠিক আছে, আমি এটির প্রশংসা করি’। চীনের প্রেসিডেন্ট আমাকে আরো বলেছিলেন, ‘আমি খুব ধৈর্যশীল এবং চীন খুব ধৈর্যশীল।”

ট্রাম্পের এই দাবির বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জুন মাসে ট্রাম্প এবং শি’র প্রথম নিশ্চিত ফোনালাপ অনুষ্ঠিত হয়। এর আগে এপ্রিল মাসে ট্রাম্প দাবি করেছিলেন, শি তাকে ফোন করেছিলেন কিন্তু সেই ফোনালাপ কখন হয়েছিল তা নির্দিষ্ট করে বলেননি।

চীন তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল হিসেবে দেখে এবং প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক ও পৃথকভাবে শাসিত দ্বীপটির সঙ্গে পুনঃএকত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছে। তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবির তীব্র বিরোধিতা করে আসছে।

মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং আন্তর্জাতিক সমর্থক হলেও, বেশিরভাগ দেশের মতো তাদেরও তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়