ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিয়েভে রাশিয়ার হামলায় তিন শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৪৪, ২৮ আগস্ট ২০২৫
কিয়েভে রাশিয়ার হামলায় তিন শিশুসহ নিহত ১৪

ইউক্রেনে রাজধানী কিয়েভে রাতভর বোমাবর্ষণ করেছে রাশিয়া। এতে তিন শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানিয়েছেন, ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ৪৮ জন আহত হয়েছেন বলে সেনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মেয়র আরো জানান, হামলায় দারনিটস্কি জেলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। পার্শ্ববর্তী দনিপ্রো জেলায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হামলার আগের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এক লাখেরও বেশি ইউক্রেনীয় পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এর মধ্যে রাতেই আবার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটল। 

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো টেলিগ্রামে জানান, হামলায় নিহতদের মধ্যে দুই, ১৪ ও ১৭ বছর বয়সী তিন শিশু রয়েছে। 

তিনি উল্লেখ করেন, ২০টিরও বেশি জেলায় হামলা চালিয়েছে রাশিয়া, একটি কিন্ডারগার্টেন সহ অনেক ভবনে আগুন লেগেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত রাতের হামলায় ৫৯৮টি ড্রোন, ১১টি ব্যালিস্টিক ও ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এর মধ্যে ৫৬৩টি ড্রোন, ৮টি ব্যালিস্টিক ও ১৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এর মধ্যে কতগুলো কিয়েভে আঘাত হেনেছে তা এখনও স্পষ্ট নয়।

রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর সাড়ে তিন বছর পরও ইউক্রেনের মাটিতে যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত দেখা যাচ্ছে না।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরু করেছেন। আলাস্কায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেছেন।

ট্রাম্প পুতিন-জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলেনস্কি এতে সমর্থন জানিয়েছেন, তবে শান্তিচুক্তি হলেও ভবিষ্যতে যেন রাশিয়া আর কোনো হামলা চালাতে না পারে, এর জন্য তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে জানান, তিনি এই সপ্তাহে নিউ ইয়র্কে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি যুদ্ধ বন্ধের জন্য রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়