ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন ট্রাম্প

প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ এর বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি নিউইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে মানহানির দায়ে ১৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন।

নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সংবাদমাধ্যম।

ট্রাম্পের অভিযোগ, পত্রিকাটি প্রায় এক দশক ধরে তার বিরুদ্ধে ‘মিথ্যার অভিযান’ চালাচ্ছে এবং এটি ‘উগ্র বামপন্থি ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে’ পরিণত হয়েছে।  গণমাধ্যমটি সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অবৈধভাবে অর্থায়ন করেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যালে তিনি আরো জানান, “নিউইয়র্ক টাইমসকে অনেক বেশিদিন ধরে যথেচ্ছা মিথ্যাচার, অপমান ও মানহানির সুযোগ দেওয়া হয়েছে, যা একইসঙ্গে গ্রহণযোগ্য নয় এবং বেআইনি। এখন সেটা থামবে। এখুনি! আমি মহান অঙ্গরাজ্য ফ্লোরিডায় মামলা দায়ের করব।” 

নিউইয়র্ক টাইমস তাৎক্ষণিকভাবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়