ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:৩৭, ১৪ অক্টোবর ২০২৫
থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প

মালয়েশিয়ায় আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন।

৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, গত জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষে রূপ নেয়। এতে ৪০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

পাঁচ দিনের লড়াইয়ের পর ট্রাম্পের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও এরপর থেকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে চলেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, “ট্রাম্প থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ২৬-২৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানীতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২৬ অক্টোবর মালয়েশিয়া সফর করবেন।

মোহাম্মদ হাসান বলেন, “থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ‘আরো বিস্তৃত যুদ্ধবিরতি চুক্তি’ বাস্তবায়নে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সহায়তাকারী হিসেবে কাজ করবে। এই চুক্তির আওতায় উভয় পক্ষকেই সীমান্ত থেকে সব ল্যান্ডমাইন অপসারণ ও সামরিক যন্ত্রপাতি প্রত্যাহার করতে হবে।”

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আশা করি উভয় পক্ষই এই শর্তগুলো পূরণ করতে পারবে এবং আসিয়ান শীর্ষ সম্মেলনের সময় একটি ঘোষণাপত্র স্বাক্ষরিত হতে পারে।”

তিনি আরো বলেন, “আমরা এটিকে কুয়ালালামপুর ঘোষণা বা কুয়ালালামপুর চুক্তি বলতে পারি। আমরা নিশ্চিত করতে চাই যে, এই দুই প্রতিবেশী দেশ শান্তি স্থাপনের জন্য একত্রিত হতে পারে এবং তাদের যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে পারে।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়