ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় বাসে ইসরায়েলি সেনাদের হামলায় একই পরিবারের ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১৮ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:০৮, ১৮ অক্টোবর ২০২৫
গাজায় বাসে ইসরায়েলি সেনাদের হামলায় একই পরিবারের ১১ জন নিহত

উত্তর গাজায় একটি বাসের ওপর ইসরায়েলি ট্যাঙ্কের হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। গাজার হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বিভাগ শনিবার এ তথ্য জানিয়েছে।

শুক্রবার রাতে গাজা শহরের জেইতুন এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় পরিবারটি তাদের বাড়িতে ফেরার চেষ্টা করছিল।

আট দিন আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি গাজায় ইসরায়েলি সেনাদের সবচেয়ে মারাত্মক ঘটনা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সেনারা একটি ‘সন্দেহজনক গাড়ি’ লক্ষ্য করে গুলি চালিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নিহতরা আবু শাবান পরিবারের সদস্য এবং এলাকায় ‘তাদের বাড়ি খোঁজার চেষ্টা করার সময়’ তাদের মৃত্যু হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা অনুসারে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

হামাস জানিয়েছে, পরিবারটিকে কোনো যুক্তি ছাড়াই লক্ষ্যবস্তু করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়