ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেলের দাম বেড়েছে ৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:০২, ২৩ অক্টোবর ২০২৫
তেলের দাম বেড়েছে ৫ শতাংশ

রাশিয়ার প্রধান তেল সরবরাহকারী রোসনেফ্ট এবং লুকোয়েল এর উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার তেলের দর বৃদ্ধির এই তথ্য জানিয়েছে রয়টার্স।

গ্রিনিচ মান সময় দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ ব্রেন্ট ক্রুডের ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৫ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে, যেখানে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্রুড ফিউচারের ৫ শতাংশ বেড়ে ৬১ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।

একাধিক বাণিজ্য সূত্র রয়টার্সকে জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো দুটি কোম্পানি থেকে সমুদ্রপথে রাশিয়ার তেল কেনা স্থগিত করেছে, যার ফলে দাম আরো বেড়েছে।

তবে কুয়েতের তেলমন্ত্রীর বক্তব্যের পর দাম কিছুটা কমেছে যখন ওপেক গ্রুপ উৎপাদন কমানোর মাধ্যমে বাজারে যেকোনো ঘাটতি পূরণ করতে প্রস্তুত থাকবে।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেনের মতে, মার্কিন নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেলের প্রধান ক্রেতা চীন এবং ভারতের তেল শোধনাগারগুলোকে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থা থেকে বাদ পড়া এড়াতে বিকল্প সরবরাহকারী খুঁজতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আরো পদক্ষেপ নিতে প্রস্তুত, কারণ তারা মস্কোকে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে।

ব্রিটেন গত সপ্তাহে রোসনেফ্ট এবং লুকোয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে যার মধ্যে রাশিয়ার এলএনজি আমদানির উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়