ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২৫ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:২৮, ২৫ অক্টোবর ২০২৫
আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে আফগানিস্তান শান্তি চায় কিন্তু ইস্তাম্বুলে আলোচনার সময় চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার অর্থ ‘প্রকাশ্য যুদ্ধ’ হবে। প্রতিবেশী দুই দেশের সীমান্ত সংঘর্ষের পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েকদিন পর শনিবার তিনি এ মন্তব্য করলেন।

শনিবার থেকে শুরু হওয়া এবং রবিবার পর্যন্ত অব্যাহত থাকার আশা করা হচ্ছে ইস্তাম্বুলের আলোচনা। ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে খারাপ সীমান্ত যুদ্ধের পরে সহিংসতার পুনরাবৃত্তি রোধে পাকিস্তান ও আফগানিস্তানের সর্বশেষ প্রচেষ্টা এটি। দোহার যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী বাস্তবায়নের জন্য একটি ব্যবস্থা তৈরি করার জন্য এই আলোচনার উদ্দেশ্য।

খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, চুক্তি হওয়ার পর থেকে চার থেকে পাঁচ দিনে কোনো ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।

পাকিস্তান থেকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেছেন, “আমাদের কাছে বিকল্প আছে, যদি কোনো চুক্তি না হয়, তবে তাদের সাথে আমাদের একটি প্রকাশ্য যুদ্ধ আছে। কিন্তু আমি দেখেছি যে তারা শান্তি চায়।”

চলতি মাসের শুরুতে ইসলামাবাদ আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানে আক্রমণকারী জঙ্গিদের দমন করার দাবি করার পর সংঘর্ষ শুরু হয়। পাকিস্তান সীমান্ত পেরিয়ে বিমান হামলা চালায় এবং উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়, যার ফলে কয়েক ডজন লোক নিহত হয় এবং বন্ধ থাকা গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া হয়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়