ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারো সংঘাত, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ২৬ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৪৯, ২৬ অক্টোবর ২০২৫
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারো সংঘাত, নিহত ৩০

আবারো পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার আফগানিস্তানের সীমান্তের কাছে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা এবং ২৫ সন্ত্রাসী নিহত হয়েছে। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের পর উত্তেজনা প্রশমনের জন্য উভয় দেশের প্রতিনিধিরা যখন বৈঠক করেছেন তখন আবার এই সংঘাতের খবর এলো।

পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিম সীমান্তের দুর্গম এলাকা কুররাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার ও শনিবার জঙ্গিরা আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল।

মিডিয়া শাখার বিবৃতিতে, অনুপ্রবেশের চেষ্টা আফগানিস্তানের সরকারের ‘ভূমি থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের সমস্যা সমাধানের’ উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

আফগানিস্তানে তালেবান সরকারের প্রধান মুখপাত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় রিপোর্ট করা হামলার বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধের সাড়া দেয়নি।

তালেবান সন্ত্রাসীদের আফগানিস্তানে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে এবং বলে যে পাকিস্তানের সামরিক অভিযান আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে সীমান্তে সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর পুনরায় সংঘাত রোধ করতে উভয় দেশের কর্মকর্তারা ইস্তাম্বুলে বৈঠক করছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়