ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমাধান ছাড়াই শেষ হলো আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ২৮ অক্টোবর ২০২৫  
সমাধান ছাড়াই শেষ হলো আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি আলোচনা

ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। চলতি মাসে প্রাণঘাতী সংঘর্ষের পর এই অঞ্চলে শান্তির জন্য একে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে সীমান্তে ভয়াবহ সহিংসতায় কয়েক ডজন লোক নিহত হওয়ার পর দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে এই আলোচনার আয়োজন করা হয়েছিল।

বিষয়টি সম্পর্কে অবহিত আফগান ও পাকিস্তানি সূত্র জানিয়েছে, ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতিতে উভয় পক্ষই একমত হয়েছিল, কিন্তু তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনায় কোনো সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। ব্যর্থতার জন্য একে অপরকে দোষারোপ করা হয়েছে।

পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানি তালেবানকে নিয়ন্ত্রণ করতে রাজি হয়নি।

আলোচনার সাথে অবগত একটি আফগান সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে ‘উত্তেজনাপূর্ণ মতবিনিময়’ হওয়ার পরে বৈঠক শেষ হয়েছে। আফগান পক্ষ জানিয়েছে, পাকিস্তানি তালেবানের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

আফগানিস্তানের তালেবান সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পাকিস্তানের সেনাবাহিনী, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

চলতি মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য স্থানে পাকিস্তানি তালেবান প্রধানকে লক্ষ্য করে চালায় ইসলামাবাদ। তালেবানরা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তে পাকিস্তানি সামরিক পোস্টে হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানায়।

শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায় কিন্তু ইস্তাম্বুলে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার অর্থ ‘প্রকাশ্য যুদ্ধ।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়