ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ১৩২
ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশ অভিযানে রাজধানী রিও ডি জেনেরিওতে কমপক্ষে ১৩২ জন নিহত হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রিও পাবলিক ডিফেন্ডারের কার্যালয় থেকে প্রাপ্ত সংখ্যা মঙ্গলবার প্রকাশিত মৃত্যুর সংখ্যার দ্বিগুণেরও বেশি। ওই দনি রাজ্য কর্তৃপক্ষ চার পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৬৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে এই অভিযানগুলি একটি বড় মাদক চক্রকে লক্ষ্য করে করা হয়েছিল।
রিওর গভর্নর ক্লদিও কাস্ত্রো জানিয়েছেন, তিনি নিশ্চিত যে অভিযানে নিহতরা অপরাধী ছিল, কারণ বন্দুকযুদ্ধ বেশিরভাগ অংশই বনভূমিতে ছিল।
তিনি বলেন, “আমি মনে করি না যে সংঘর্ষের দিন কেউ বনে হেঁটে বেড়াবে।”
হারিয়ে যাওয়া আত্মীয়দের খুঁজতে যাওয়া পেনহার বাসিন্দারা তাদের পাড়ার পিছনের একটি বনাঞ্চল থেকে অনেক মৃতদেহ খুঁজে পেয়েয়েছে। ঘটনাস্থলের লোকজনের মতে, যেখানে ৭০ টিরও বেশি মৃতদেহ রাস্তার মাঝখানে সারিবদ্ধভাবে পড়েছিল।
নিহতদের একজনের মা তাউয়া ব্রিটো বলেন, “আমি কেবল আমার ছেলেকে এখান থেকে বের করে তাকে কবর দিতে চাই।”
রিও রাজ্য সরকার জানিয়েছে, কোমান্ডো ভার্মেলহো গ্যাংকে লক্ষ্য করে এই অভিযানটি এ যাবৎকালের সবচেয়ে বড়। এই গ্যাংটি শহরের পাহাড়ি সমুদ্রতীরবর্তী অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত দরিদ্র এবং ঘনবসতিপূর্ণ বসতিগুলোতে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে।
ঢাকা/শাহেদ