ইস্তাম্বুলে পুনরায় শুরু হতে পারে পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি আলোচনা
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ইস্তাম্বুলে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে সীমান্তে ভয়াবহ সহিংসতায় সম্প্রতি কয়েক ডজন লোক নিহত হয়। এর পর দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে চলতি সপ্তাহে তুরস্কে শান্তি আলোচনার আয়োজন করা হয়েছিল। তবে মঙ্গলবার কোনো সমাধান ছাড়াই সেই আলোচনা শেষ হয়।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আলোচনা ভেঙে গেলেও যুদ্ধবিরতি মূলত বহাল রয়েছে এবং চলতি সপ্তাহে নতুন কোনও সীমান্ত সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে, উভয় দেশই প্রধান ক্রসিং বন্ধ রেখেছে, যার ফলে উভয় পক্ষের শত শত পণ্যবাহী ট্রাক এবং শরণার্থী আটকা পড়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও নিউজ চ্যানেলকে জানিয়েছেন, কাতার ও তুরস্কের অনুরোধে পাকিস্তান শান্তিকে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত রাতে দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত পাকিস্তানি প্রতিনিধিদলকে ইস্তাম্বুলে থাকতে বলা হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন অনুসারে, ইসলামাবাদ জানিয়েছে যে আলোচনা পাকিস্তানের কেন্দ্রীয় দাবির ভিত্তিতে হবে। ইসলামাবাদের মূল দাবি হচ্ছে, আফগানিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে স্পষ্ট, যাচাইযোগ্য এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
বৃহস্পতিবার আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএ জানিয়েছে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে স্থগিত আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
ইসলামাবাদের দুইজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, পাকিস্তান আবারো জোর দিয়েছে যে আফগান মাটি পাকিস্তানের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ’ হিসাবে ব্যবহৃত হওয়া উচিত নয়।
ঢাকা/শাহেদ