ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে দামি টয়লেট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ১ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:১৭, ১ নভেম্বর ২০২৫
নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে দামি টয়লেট

নিলামে উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামী টয়লেট কমোড। শুক্রবার আন্তর্জাতিক নিলামকারী প্রতিষ্ঠান সোথবি এই নিলামের ঘোষণা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তারা ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ‘আমেরিকা’ শিরোনামের একটি খাঁটি সোনার ভাস্কর্যটি নিলাম করবে।

নিলামকারী প্রতিষ্ঠানটি এটিকে ‘শৈল্পিক উৎপাদন এবং পণ্যমূল্যের সংঘর্ষের উপর একটি তীক্ষ্ণ ভাষ্য’ বলে অভিহিত করেছে। এটি একটি সম্পূর্ণ কার্যকরী টয়লেটও, যা ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে এক দুঃসাহসিক ডাকাতির সময় চুরি হয়ে যাওয়ার পর বিশ্বব্যাপী খ্যাতি অর্জনকারী টয়লেটের মতো।

১৮ নভেম্বর নিউ ইয়র্কে নিলামে শুরুর মূল্য হবে। এটি তৈরিতে ব্যবহৃত ১০১ কেজি ২০০ গ্রাম সোনা, যার দাম বর্তমানে প্রায় এক কোটি ডলার।

নিউ ইয়র্কের সোথিবি-এর সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপেরিন বলেন, ক্যাটেলান হলেন ‘শিল্প জগতের পরিপূর্ণ উস্কানিদাতা।’

তিনি অন্যতম সফল শিল্পী, যার আলোচিত কাজ ছিল ‘কমেডিয়ান’ শিরোনমে দেয়ালে টেপ করা কলা। গত বছর নিউ ইয়র্কের এক নিলামে ৬২ লাখ ডলারে ওই কলাটি বিক্রি হয়েছিল। ‘হিম’ - হাঁটু গেড়ে বসে থাকা অ্যাডলফ হিটলারের ক্যাটেলানের অস্থির ভাস্কর্য - ২০১৬ সালে ক্রিস্টির এক নিলামে এক কোটি ৭২ লাখ  ডলারে বিক্রি হয়েছিল।

শিল্পী বলেছেন যে ‘আমেরিকা’ অতিরিক্ত সম্পদকে ব্যঙ্গ করে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়