ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামদানির পরামর্শক হওয়ার প্রস্তাব দিলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:২৭, ২ নভেম্বর ২০২৫
মামদানির পরামর্শক হওয়ার প্রস্তাব দিলেন ওবামা

নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানিকে শনিবার ফোন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মামদানি নির্বাচনে বিজয়ী হলে তার পরামর্শক হওয়ার প্রস্তাব দিয়েছেন ওবামা। রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।  

নিউইয়র্ক টাইমস প্রথম এই আহ্বানের কথা জানিয়েছে বলে মামদানির মুখপাত্র নিশ্চিত করেছেন।

মামদানির মুখপাত্র ডোরা পেকেক বলেন, “জোহরান মামদানি প্রেসিডেন্ট ওবামার সমর্থনের কথা এবং আমাদের শহরে একটি নতুন ধরণের রাজনীতি আনার গুরুত্ব সম্পর্কে তাদের কথোপকথনের প্রশংসা করেছেন।”

জরিপে দেখা গেছে, মামদানি ৪ নভেম্বরের নির্বাচনের আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক রাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে অনেক এগিয়ে রয়েছেন মামদানি।

২৪শে জুন মেয়র প্রাইমারিতে জয়লাভ করে মামদানি রাজনৈতিক পর্যবেক্ষকদের হতবাক করে দেন। তারপর থেকে তার প্রার্থীতা সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের মতো দলীয় নেতাদের কাছ থেকে সমর্থন পেয়েছে এবং তিনি ছোট দাতাদের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া শুরু করেছেন।

মামদানির নীতির মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটির ধনীদের উপর কর বৃদ্ধি, কর্পোরেশন ট্যাক্স বৃদ্ধি, স্থিতিশীল অ্যাপার্টমেন্ট ভাড়ার হার স্থগিত করা এবং সরকারিভাবে ভর্তুকিযুক্ত আবাসন বৃদ্ধি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়