২৫ বছরে ১০ বার বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নীতিশ কুমারের
দশমবারের জন্য ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পটনার গান্ধী ময়দানে নীতীশকে শপথবাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল আরিফ মোহম্মদ খান। খবর আনন্দবাজার অনলাইন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। নীতীশ ছাড়াও মন্ত্রী হিসাবে শপথ নেন ২৬ জন বিধায়ক। শপথগ্রহণ করেছেন আগের মন্ত্রিসভায় নীতীশের দুই ডেপুটি, বিজেপির বিজয় সিন্হা এবং সম্রাট চৌধুরী।
মাঝের কয়েক মাস বাদ দিলে ২০০৫ সাল থেকে এখনো পর্যন্ত পাটনার কুর্সিতে বসেছেন নীতীশই। ২০ বছরে বহু রাজনৈতিক অদলবদল ঘটেছে, একাধিক বার জোট বদলে ভিন্ন ভিন্ন দল বা জোটের হাত ধরেছেন নীতীশ। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতীশই থেকে গিয়েছেন। এ বারে বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের ঝুলিতে গিয়েছে ২০২টি আসন, যা সরকার গঠনের জন্য দরকারি সংখ্যা (১২২)-র চেয়ে অনেক বেশি। নির্বাচনে বিজেপি (৮৯টি আসন)-র সঙ্গে কার্যত পাল্লা দিয়ে আসন বাড়িয়েছে নীতীশের দল জেডিইউ-ও। তারা জিতেছে ৮৫টি আসন।
নানা কারণে পাটনার গান্ধী ময়দান বিহারের এক ঐতিহাসিক স্থান। ১৯৭৪ সালে এখান থেকেই ‘সম্পূর্ণ ক্রান্তি’র ডাক দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ, যিনি রাজনৈতিক মহলে ‘জেপি’ নামেই সমধিক পরিচিত ছিলেন। নীতীশের কাছেও জায়গাটির বিশেষ তাৎপর্য রয়েছে। ২০০৫, ২০১০, ২০১৫ সালে এখানেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নীতীশ। ২০২৫ সালে দশম বারের জন্য ওই মাঠেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ৭৪ বছর বয়সি জেডিইউ নেতা।
ঢাকা/শাহেদ