জেলেনস্কি চুক্তিতে স্বাক্ষর না করলে খারাপ পরিণতি ভোগ করবে: যুক্তরাষ্ট্র
মার্কিন কর্মকর্তারা উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর সদস্যদের জানিয়েছেন, তারা আগামী দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য চাপ দেবেন বলে আশা করছেন। যদি কিয়েভ এই চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে ভবিষ্যতে আরো খারাপ চুক্তির মুখোমুখি হতে হবে।
মার্কিন সেনা বিষয়ক মন্ত্রী ড্যান ড্রিসকল শুক্রবার গভীর রাতে কিয়েভে এক বৈঠকে ন্যাটো দেশগুলোর রাষ্ট্রদূতদের ব্রিফ করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আলোচনা এবং হোয়াইট হাউস থেকে টেলিফোনে আলাপের পর এই ব্রিফ হয়েছে।
বৈঠকে উপস্থিত একজনের জানিয়েছেন, ড্যান বলেছেন, “কোনো চুক্তিই নিখুঁত নয়, তবে এটি শিগগিরই সম্পন্ন করতে হবে।”
ওই সময় কক্ষের পরিবেশ ছিল বিষণ্ণ, বেশ কয়েকজন ইউরোপীয় রাষ্ট্রদূত চুক্তির বিষয়বস্তু এবং মিত্রদের অবহিত না করেই রাশিয়ার সাথে আমেরিকা যেভাবে আলোচনা চালিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
উপস্থিত ওই সূত্র বলেছেন, “এটি একটি দুঃস্বপ্নের বৈঠক ছিল। এটি আবারো ‘আপনার কোনো কার্ড নেই’ যুক্তি ছিল।”
ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বিতর্কিত এক বৈঠকের সময় ট্রাম্প বলেছিলেন, দর কষাকষির জন্য জেলেনস্কির কাছে কোনো কার্ড নেই।
বর্তমানে প্রস্তাবিত চুক্তিতে বেশ কিছু বিধান রয়েছে যা কিয়েভের কাছে অগ্রহণযোগ্য হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার দখলকৃত অঞ্চল ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তা, সেইসাথে কিয়েভের নিয়ন্ত্রণাধীন আরো অঞ্চল ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তা। এছাড়া সংঘাতের সময় সংঘটিত সমস্ত যুদ্ধাপরাধের জন্য একটি সাধারণ ক্ষমা থাকবে।
শুক্রবার জেলেনস্কি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, এটি “আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি। ইউক্রেনের সামনে একটি বিকল্প রয়েছে-আমাদের মর্যাদা হারানো অথবা একটি গুরুত্বপূর্ণ মিত্র হারানো।”
ঢাকা/শাহেদ