জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ অবসানে মার্কিন প্রচেষ্টার প্রতি জেলেনস্কি ও ইউক্রেনের কোনো কৃতজ্ঞতা নেই বলে রবিবার এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধ অবসানে ২৮ দফা পরিকল্পনা উপস্থাপন করেছিল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের শান্তি পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা কিয়েভ এর আগে বাতিল করে দিয়েছিল। যেমন: ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া, ইউক্রেনের সেনাবাহিনীর আকার কমানো এবং ন্যাটোতে যোগদান না করার প্রতিশ্রুতি দেওয়া। ওয়াশিংটন কিয়েভকে শান্তি পরিকল্পনাটি গ্রহণের জন্য চাপ দিচ্ছে। এই পরিকল্পনায় রাশিয়াকে অনেক সুবিধা দেওয়ায় হয়েছে বলে দাবি করছে ইউক্রেন ও তার মিত্ররা।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার জন্য শূন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ইউরোপ রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।”
তিনি লিখেছেন, “আমি এমন একটি যুদ্ধ উত্তরাধিকারসূত্রে পেয়েছি যা কখনো হওয়া উচিত ছিল না, এমন একটি যুদ্ধ যা সবার জন্য ক্ষতিকারক, বিশেষ করে লাখ লাখ মানুষ যারা অপ্রয়োজনীয়ভাবে মারা গেছে।”
ঢাকা/শাহেদ