ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২৯ ডিসেম্বর ২০২৫  
মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াহাকা রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। 

রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির। 

দেশটির নৌবাহিনী জানায়, মেক্সিকো উপসাগরের উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাওয়া ট্রেনটিতে ২৪১ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন।

দুর্ঘটনায় মোট ৯৮ জন আহত হন। তাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিঝান্দা শহরের কাছে একটি বাঁক ঘোরার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে বের করে আনেন। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, রেললাইন থেকে ছিটকে পড়ে ট্রেনটির কয়েকটি বগি খাদের দিকে আংশিকভাবে হেলে রয়েছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এ ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বলেন, “আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।”

ওয়াহাকার গভর্নর সালোমোন জারা ক্রুজ এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, “ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকার ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে।”

ঢাকা/ইভা   

সর্বশেষ

পাঠকপ্রিয়