ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:২৩, ৩ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন বাহিনী একটি ‘বড় আকারের হামলা’ চালিয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “এই অভিযানের পর মাদুরো এবং তার স্ত্রীকে ‘আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে’। তিনি জানান, এই অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

আরো পড়ুন:

প্রাথমিক এক বিবৃতিতে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে “খুবই গুরুতর সামরিক আগ্রাসনের” জন্য অভিযুক্ত করেছেন। ভেনেজুয়েলার সরকার বলেছে, “ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার কর্তৃক ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে পরিচালিত এই অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান, নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।”

অন্যান্য দেশও এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে-

কলম্বিয়া

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্স-এ ধারাবাহিক পোস্টে লিখেছেন, “পুরো বিশ্বকে সতর্ক করছি যে, তারা (যুক্তরাষ্ট্র) ভেনেজুয়েলায় হামলা করেছে।”

তিনি আরো বলেন, “কলম্বিয়া প্রজাতন্ত্র পুনরায় এটি বিশ্বাস করে যে, যেকোনো ধরনের সশস্ত্র সংঘাতের চেয়ে শান্তি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জীবন ও মানবিক মর্যাদার সুরক্ষা অগ্রাধিকার পাওয়া উচিত।” 

আলাদা একটি পোস্টে তিনি বলেন, কলম্বিয়া ‘ভেনেজুয়েলা এবং লাতিন আমেরিকার সার্বভৌমত্বের বিরুদ্ধে এই আগ্রাসন প্রত্যাখ্যান করছে।’ পরে পেত্রো ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেন।

কিউবা

প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি ওয়াশিংটনকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘অপরাধমূলক হামলা’ চালানোর অভিযোগে অভিযুক্ত করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি প্রতিক্রিয়ার আহ্বান জানান।

তিনি এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি তার বিবৃতির শেষে বিপ্লবী স্লোগান দেন: ‘মাতৃভূমি অথবা মৃত্যু, আমরাই জয়ী হবো।’

ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা “ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলার এবং দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছে।”

রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো গভীর উদ্বেগের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই ‘সশস্ত্র আগ্রাসনের’ নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বৃদ্ধি রোধ করা এবং আলোচনার মাধ্যমে পথ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। বাইরের কোনো ধ্বংসাত্মক সামরিক হস্তক্ষেপ ছাড়াই ভেনেজুয়েলার নিজের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে।”

যুক্তরাষ্ট্র

রিপাবলিকান সিনেটর মাইক লি বলেছেন, নিকোলাস মাদুরোকে আটকের মাধ্যমে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা সম্পন্ন হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপের পর লি জানান, মাদুরো এখন মার্কিন হেফাজতে এবং তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে বিচার শুরু হবে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কারাকাসে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি মেনে চলার ওপর জোর দিয়েছেন।

স্পেন ও ইতালি

স্পেন এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমন এবং আলোচনার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, বিশেষ করে ভেনেজুয়েলায় বসবাসরত ১ লাখ ৬০ হাজার ইতালীয় নাগরিকের নিরাপত্তার বিষয়টি তাদের অগ্রাধিকার।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়