ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:১০, ১০ জানুয়ারি ২০২৬
তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করবেন তাসনিম জারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। 

আরো পড়ুন:

আপিল শুনানি শেষে সাংবাদিকদের তাসনিম জারা বলেন, “সবার জনসমর্থনে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করতে পারব। আমরা এখন পছন্দের মার্কা নিয়ে আবেদন করতে পারব। আমাদের পছন্দের মার্কা ফুটবল।”

এছাড়া, দুপুর ১টার কিছু আগে তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, “শুনানির পর আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা ৯ আসনে জনগণের সমর্থিত সতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।”

এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

ওই সময় ইসি কর্মকর্তারা জানিয়েছিলেন, মোট ভোটারের মধ্যে ৪ হাজার ৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল। বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা-৯ আসনের ভোটার। বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচনবিধি অনুযায়ী তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।  

এরপর মনোনয়ন পেতে আপিল করেছিলেন তিনি। 

গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়