ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পকে নিজের দেশের দিকে মন দিতে বললেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:১৪, ৯ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের দেশের দিকে মন দিতে বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ‘নিজের দেশের সমস্যার দিকে মনোনিবেশ করতে’ বলেছেন। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন।

গত ১৩ দিন ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। শুরুতে ছোট আকারেও হলেও এখন সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী তেহরানসহ শতাধিক শহরে।

আরো পড়ুন:

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রথমবার প্রকাশ্য মন্তব্যে খামেনি বলেন, “কিছু আন্দোলনকারী আছেন যারা জনসাধারণের সম্পত্তি ধ্বংস করে আমেরিকান প্রেসিডেন্টকে খুশি করতে চান। ঐক্যবদ্ধ ইরানি জনগণ সব শত্রুকে পরাজিত করবে। আমি জরুরিভাবে ট্রাম্পকে তার নিজের দেশের সমস্যার দিকে মনোনিবেশ করার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেছেন, “ইসলামী প্রজাতন্ত্র লাখ লাখ মহৎ মানুষের রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। যারা আমাদের ধ্বংস করতে চাইছে তাদের সামনে ইসলামিক প্রজাতন্ত্র পিছু হটবে না।”

বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে আক্রমণ করার হুমকি পুনর্ব্যক্ত করার পরপরই সর্বোচ্চ নেতার এই মন্তব্য এলো।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়